Acari Krishi market -

We have another vision for Acari Express register workers. We  intend to set up Acari  Krishi market to supply agricultural products, especially grocery products, to these worker families  at affordable prices. Farmers can sell their products directly to consumers by displaying local agricultural products at  the Aacri Krishi market .  Apart from this, the workers and their children also have the opportunity to work according  to their skills and abilities in this market. It will save as an  affordable market and employment platform,  which will hopefully promote social welfare and economic stability.

 

আকারি কৃষি মার্কেট -
আকারি এক্সপ্রেসের  রেজিস্টার শ্রমিকদেরকে নিয়ে  আমাদের আরো একটি ভিশণ রয়েছে। এই শ্রমিক পরিবারকে কৃষিজ পণ্য,  বিশেষ করে মুদি পণ্য, সাশ্রয়ী মূল্যে সরবরাহের জন্য আকারি কৃষি মার্কেট স্থাপনের মনঃস্থ করেছি। এলাকা ভিত্তিক উৎপাদিত কৃষিজ পণ্য  আকারি কৃষি মার্কেটে প্রদর্শনের মাধ্যমে কৃষক  সরাসরি ভোক্তার  নিকট তাঁর  পণ্য বিক্রয় করতে পারবে। এছাড়া এই বাজারে শ্রমিক এবং তাদের সন্তানদের দক্ষতা ও সামর্থ্য  অনুযায়ী কাজ  করার সুযোগও  রয়েছে। এটি একটি সাশ্রয়ী বাজার এবং কর্মসংস্থানের  প্ল্যাটফর্ম  হিসেবে কাজ করবে, যাহা সমাজ কল্যাণ ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে উৎসাহিত করবে বলেই আশা করি।

 

 

Concept of future vision

 

শ্রমজীবী

 ------- কাজী নূর-উন-নবী ------

 

শ্রমজীবি কর্ম পাবে, অজ্ঞা নয়, আজ্ঞা পাবে
সমীক্ষণে সুযোগ পাবে
অর্থনৈতিক মুক্তি পাবে
মর্যাদা ও নিয়োগ পাবে
উদ্যোগী হও , সদাচারী ও বিনিতা
আকারি, শ্রম বেচার এক বৃহৎ প্রতিষ্ঠান।
 শ্রমী কেনো একলা চলো, মে দিবসের মুষ্টি কই ?  
মে প্রেমে আজ অবগাহন বছরব্যাপী বৈরী হই।
লাঞ্ছিত হয় কতক শ্রমিক, কোন কাজে যে কেবা নেয়
শ্রম বেচার  ন্যায্য দাবী, চাইলে বোনাস দীক্ষা দেয়।
কর্মঘণ্টা যাচ্ছেতাই ,মজুরীটাও বারোয়ারী
মজুরীও যাপিত ব্যয়, সাম্যতার কে দারদারি।
ধারণ কোরা কাজের ধরন,দিনব্যাপীয়া কর্মময়
কে আছ ?কাজের জন্য অপেক্ষিত মোড় মহল্লা পাড়াময়।
কৃষাণ-ধীবর-ঘরামি-রাজ, যে যার মত কর্ম খোঁজো
কাজে যাবে অফিস সময়, প্রত্যুষে নিজকে পুজো।
 সম্মান-আয়েশ-আরাম-কড়ি, অর্জিতে সঠিক স্থান
সদস্য হন  হাতটা ধরুন
মে দিবসের আয়েশ করুন
জীবন বীমা স্বাস্থ্যসেবা বোনাস রেশন
সংকটে কাজ পুঁজি ব্যবসা মুগ্ধ তোষণ
তাইতো আকারিটা সবার প্রতিষ্ঠান।
পদ পরিচয় প্রতিষ্ঠানহীন, নেইকো যাঁদের মেল-বন্ধন
মঙ্গায় যারা ধুঁকে কাবু, কাজ পাবে সে-ই  শ্রমিকগন।  
মাসান্তে কি বছরান্তে কিংবা গেলে অবসরে
যে শ্রমিকরা দিচ্ছে সেবা,মিলবে সেবা তাদের তরে?
  উত্তরিতে অতীত গলদ, আসলে হেথায় লুপ্ত হয়
বছরব্যাপী  বোনাস  চালু,  বীমায় কিছু যুক্ত হয়।
 সমীকরণ নিয়ে হতাশ, চাকুরীরত শ্রমিকগণ
আসুন, ঝুঁকিমুক্ত থাকতে চাইলে আকারিতেও যুক্ত হন।